ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ই-ভিসা চালু, সুবিধা পাচ্ছে ৪৩ দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
ভারতে ই-ভিসা চালু, সুবিধা পাচ্ছে ৪৩ দেশ

ঢাকা: পর্যটক টানতে বহুল প্রতীক্ষিত ইলেক্ট্রনিক ভিসা (ই-ভিসা) সেবা চালু করেছে ভারত। ব্রাজিল, সিঙ্গাপুর, নরওয়ে, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের মোট ৪৩টি দেশ প্রথম ধাপে এই সুবিধা ভোগ করবে।

মাত্র চারটি ধাপ অতিক্রম করে সহজেই এই ভিসা পেয়ে যাবেন আবেদনকারী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মহেশ শর্মাকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ পরিসেবার উদ্বোধন ঘোষণা করেন।

জানা যায়, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, কোচি, গোয়া, হায়দরাবাদ ও থিরুবনন্থপুরুম বিমানবন্দরে আগমন ও বহির্গমনকারী পর্যটকরা এই ই-ভিসা সুবিধা পাবেন।

পাকিস্তান, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও আফগানিস্তান ছাড়া পর্যায়ক্রমে এই ই-ভিসা সুবিধা অন্য দেশগুলির জন্যও চালু হবে হবে বলে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়।

এই সুবিধা চালুর ফলে একজন বিদেশি পর্যটক অনলাইনে প্রয়োজনীয় ফি দিয়ে তার ছবি ও পাসপোর্ট আপলোড করে আবেদন করতে পারবেন। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে তার কাছে ইমেইলের মাধ্যমে পৌঁছে যাবে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ (ইটিএ)। আর এই অনুমোদিত ভিসা নিয়েই সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ভারতে গিয়ে ৩০ দিন অবস্থান করে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারবেন ই-ভিসা প্রাপক।

বিশ্বের ১৩টি দেশ বর্তমানে ই-ভিসা সুবিধা দিয়ে থাকে। এগুলো হলো- দক্ষিণ কোরিয়া, জাপান, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, ভিয়েতনাম ও লাওস।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।