ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দাগেস্তানে হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০
দাগেস্তানে হামলায় নিহত ৪

মস্কো: দাগেস্তানে পৃথক দুটি হামলায় তিন রাশিয়ান সেনাসহ স্থানীয় গ্রামের এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। চেচনিয়ার পাশ্ববর্তী দাগেস্তানের উত্তর ককেশাস অঞ্চলে শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এতথ্য জানায়।

প্রথম ঘটনায় ককেশাস পাহাড়ের পাদদেশের বাইনাক্স শহরে মোটরসাইকেল ইউনিটের সেনাদেরকে লক্ষ্য করে অজ্ঞাত এক বন্দুকধারী গুলি ছোঁড়ে। স্থানীয় রক্ষীসেনাদের এক মুখপাত্র একথা জানান।

দুই ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে। কিজলইয়ার জেলার চেরনিয়াভকা গ্রামের প্রধান প্রশাসককে তাঁর বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়। দাগেস্তানের স্বরাষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফাক্স এসংবাদ জানায়।

উল্লেখ্য, ককেশাসের কতৃপক্ষ উগ্রপন্থি মুসলিম জঙ্গিদেরকে দমন করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে আসছেন। নব্বই এর দশকে এঅঞ্চলে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দুবার যুদ্ধে নামে মস্কো। জঙ্গিদের লক্ষ্য এঅঞ্চলের প্রধান অবকাঠামোগত স্থাপনাগুলো ধ্বংস করা।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৪০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad