ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে মিশেলের সতর্ক পোশাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সৌদিতে মিশেলের সতর্ক পোশাক ছবি: সংগৃহীত

মাথায় স্কার্ফ না পরলেও সৌদি আরবে পোশাকের ব্যাপারে বেশ সতর্কই থাকলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা।

প্রেসিডেন্ট ওবাবার সঙ্গে দেশটির সদ্য প্রয়াত বাদশাহর জন্য শোক জানাতে গিয়েছিলেন তিনি।

এয়ারফোর্স ওয়ান থেকে মিশেল যখন সৌদি ভূমিতে পা ফেললেন তার পরনে তখন গোঁড়ালি পর্যন্ত লম্বা প্যান্ট, কুর্তার ওপর উজ্জ্বল রঙ্গের লম্বা জ্যাকেট।

দেশটিতে নারীদের মাথা ঢেকে রাখা বাধ্যতমূলক। আর যখন বাইরে বের হবেন তখন কালো বোরখা পরতে হবে। তবে বিদেশি নারীদের জন্য সে নিয়মের কড়াকড়ি নেই।

ওবামা দম্পতি যখন সৌদি আরব পৌঁছালেন, তখন দেশটির উর্ধ্বতনরা এসে তাদের অভ্যর্থনা জানান। এদের মধ্যে কেউ কেউ মিশেল ওবামার সঙ্গে করমর্দন করেন, অবশ্য কেউ কেউ তা এড়িয়ে যান।

বাংলাদেশ সময় ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।