ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার সঙ্গে ‘মুখোমুখি’ বসতে চান আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১০
ওবামার সঙ্গে ‘মুখোমুখি’ বসতে চান আহমাদিনেজাদ

তেহরান: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ‘মুখোমুখি’ আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে সোমবার জানিয়েছেন।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি প্রচারিত বক্তব্যে আহমাদিনেজাদ বলেন, “আশা করছি, জাতিসংঘের সম্মেলনে আমরা আসছি।



তিনি আরও বলেন, “আমরা ওবামার সঙ্গে মুখোমুখি বসার জন্য প্রস্তুত। বৈশ্বিক বিভিন্ন ইস্যু আলোচনার টেবিলে নিয়ে আসব। সামনাসামনি, স্বাধীনভাবে গণমাধ্যমের সামনে সেগুলো আলোচনা করব। দেখা যাবে, কার সমাধান ভালো। ”

পরের মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে আহমাদিনেজাদ যোগ দিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।