ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

রুশ প্লেন ভূপাতিত

আলোচনায় বসছে তুরস্ক-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আলোচনায় বসছে তুরস্ক-রাশিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: রুশ এসইউ-২৪ জঙ্গিবিমান ভূপাতিত করার ঘটনায় আলোচনায় বসছে তুরস্ক ও রাশিয়া।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে কবে ও কোথায় এ আলোচনায় হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার লাতাকিয়ায় একটি রুশ এসইউ-২৪ প্লেন ভূপাতিত করে তুরস্কের এফ-১৬ জেট।

এ ঘটনার পরপরই রুশ প্লেনটির বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে তুরস্ক। সেই সঙ্গে এর পাইলটকে অন্তত ১০ বার সতর্ক করা হয় বলেও জানানো হয়।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, প্লেনটি কোনোমতেই আকাশসীমা লঙ্ঘন করেনি। এটি সিরিয়ার আকাশেই ছিল।

এদিকে, প্লেনটিকে ভূপাতিত করার সময় এর দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পারলেও প্যারাসুট দিয়ে নামার সময় একজনকে গুলি করে হত্যা করে সিরীয় বিদ্রোহীরা। সেই সঙ্গে তাদের উদ্ধারে ঘটনাস্থলে একটি রুশ হেলিকপ্টার পৌঁছালে এর সেনাদের লক্ষ্য করেও গুলি চালায় বিদ্রোহীরা। এ ঘটনায় এক মেরিন সেনা নিহত হন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে লাতাকিয়ায় রুশ মিসাইল ক্রুজার ‘মস্কভা’ অবস্থান নেয়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বুধবার জানায় রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএইচ

** তুর্কি সীমান্তে রুশ মিসাইল ক্রুজার
** সিরিয়ায় বিদ্রোহী হামলায় রুশ মেরিন সেনা নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।