ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

তিউনিস হামলা

সামরিক বিস্ফোরকে ওড়ানো হয় বাসটি, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সামরিক বিস্ফোরকে ওড়ানো হয় বাসটি, আইএসের দায় স্বীকার ছবি: সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ার রাজধানী তিউনিসে প্রেসিডেন্ট গার্ডবাহী বাসটি সামরিক বিস্ফোরক দিয়ে ওড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, এ ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।



বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যবহার করা বিস্ফোরকের ওজন ১০ কেজি (২২ পাউন্ড)। ব্যাকপ্যাক বা এক্সপ্লোসিভ বেল্টে বোমাটি বহন করা হচ্ছিলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে মধ্য তিউনিসে প্রেসিডেন্ট গার্ডবাহী একটি বাসে বোমা হামলায় ১৩ জন নিহত হন। এছাড়া আহত হন আরও অন্তত ১২ জন।

এ ঘটনায় তদন্তকারীরা মনে করছেন, নিহত ১৩তম ব্যক্তিই হামলার ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তবে এই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানতে পারেননি তারা। বিস্ফোরণে ক্ষতবিক্ষত ওই দেহের দুই হাতের সবগুলো আঙ্গুলই উড়ে গেছে। এখন তার পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই।

এদিকে, অনলাইনে পোস্ট করা এক বিবৃতির মাধ্যমে বুধবার এ ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে আইএস।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।