ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

সতর্ক সংকেতের অডিও প্রকাশ করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সতর্ক সংকেতের অডিও প্রকাশ করলো তুরস্ক

ঢাকা: রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার আগে সংকেত দেওয়ার প্রমাণ হিসেবে সতর্ক সংকেতের অডিও প্রকাশ করেছে তুরস্কের সেনাবাহিনী।

অডিওতে রুশ জঙ্গিবিমানের পাইলটকে গতিপথ পরিবর্তন করতে সতর্ক করে বলা হয়, ‘তোমার গতিপথ দক্ষিণে পরিবর্তন করো’।



বুধবার (২৫ নভেম্বর) রাতে তুরস্কের সেনাবাহিনীর অডিও প্রকাশের এ সংবাদ প্রচার করে বিবিসি।

তবে,  জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার পর বেঁচে যাওয়া পাইলট ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখতিন সতর্ক সংকেত দেওয়া হয়নি বলে দাবি করে আসছেন।

বুধবার সিরিয়ায় রুশ হেমেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ওই পাইলট। সেই সঙ্গে তিনি দাবি করেন, তিনি কোনোমতেই তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেননি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একটি রুশ এসইউ-২৪ প্লেন ভূপাতিত করে একটি তুর্কি এফ-১৬ জেট। এর পরপরই তুরস্ক জানায়, প্লেনটিকে অন্তত ১০ বার সতর্ক সংকেত দেওয়া হয়।

** কোনো সংকেত দেয়নি তুর্কি জেট, অভিযোগ রুশ পাইলটের

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।