ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আইএস দমনে রাশিয়া-তুরস্ককে এক হওয়ার আহ্বান ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
আইএস দমনে রাশিয়া-তুরস্ককে এক হওয়ার আহ্বান ওবামার

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে রাশিয়া ও তুরস্ককে এক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনের ফাঁকে এ ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন ওবামা।



তিনি বলেছেন, তুরস্ক ন্যাটোর একটি সহযোগী দেশ এবং নিজেকে রক্ষার অধিকার রয়েছে তার। দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র আগ্রহী।

এ সময় আইএসকে তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অভিন্ন শত্রু বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে সিরিয়ায় বিমান হামলা জোরদারে রাশিয়ার পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

জবাবে এরদোগান বলেছেন, তার দেশও রাশিয়ার সঙ্গে সৃষ্টি উত্তেজনার অবসান চায়। আইএসের বিরুদ্ধে লড়াই আরও জোরদারের ব্যাপারে তুরস্কও একমত।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।