ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

২৫ কঙ্কাল নিয়ে জাপান উপকূলে ‘ভৌতিক’ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
২৫ কঙ্কাল নিয়ে জাপান উপকূলে ‘ভৌতিক’ জাহাজ ছবি: সংগৃহীত

ঢাকা: অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত জাপান উপকূলে ১১টি ‘পুরনো’ জাহাজ ভিড়েছে। তবে কেবল পুরনোই নয়, এ জাহাজগুলি ‘ভৌতিক’ও।

ভৌতিক এ কারণে বলা হচ্ছে যে, এখানে যেসব বস্তু পাওয়া গেছে, সেজন্য উদ্ধারকারী বাহিনীর কর্মীদেরও ঘাবড়ে যেতে হয়েছে।

এই ১১টি জাহাজে মিলেছে ২৫টি কঙ্কাল। এরমধ্যে আবার দু’টি কঙ্কালের মুণ্ডু নেই, আর মুণ্ডু থাকলেও ধর নেই ৬টি কঙ্কালের।

এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, ২৫ কঙ্কালভর্তি এ জাহাজগুলির মাথায় উত্তর কোরিয়ার পতাকা লাগানো। এ কারণে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জাহাজগুলি উত্তর কোরিয়া থেকেই এসেছে।

খবরে আরও বলা হয়, জাহাজগুলিকে দেখে মনে হয় অনেক পুরোনো দিনের। কাঠের বডির জাহাজগুলি খুবই ভারী। তবে, অপেক্ষাকৃত দুর্বল মনে হয়েছে জাহাজের ইঞ্জিনগুলিকে।

সংবাদমাধ্যম জানায়, জাহাজের মধ্যে মাছ ধরার অনেক সরঞ্জাম পাওয়া গেছে। এ কারণে অনুমান করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে ইঞ্জিন খারাপ হওয়ায় অথবা আবহাওয়া খারাপের জন্য দিক হারিয়েছে জাহাজগুলি। শেষতক প্রাণ যায় জাহাজের মানুষগুলোরও।

তবে, কবে থেকে জাহাজগুলি পানিতে ভাসছিল সে বিষয়ে কোনো নিশ্চিত খবর পায়নি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।