ঢাকা: কারাগারে নির্যাতন ও সবগুলো গোপন কারাগার বন্ধ করে দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থা।
সেই সঙ্গে দেশটির আইনজীবী ও বিরোধী কর্মীদের নির্বিচারে আটক না করারও আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থাটির কমিটি অ্যাগেইনস্ট টরচার।
চীন সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতিতে দু’দিন ব্যাপী শুনানির পর সংস্থাটি এক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনেই এসব আহ্বান জানানো হয়।
চীনের কারাগারে নির্বাতন সংক্রান্ত প্রথম শুনানিটি অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। সে সময় থেকেই দেশটি দাবি করে আসছে, তার কোনো কারাগারেই কোনো রাজনৈতিক বন্দি নেই এবং বন্দিদের ওপর নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচ