ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

আল্পস পর্বতমালায় তুষার ধসে ফরাসি ৫ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আল্পস পর্বতমালায় তুষার ধসে ফরাসি ৫ সৈন্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপের আল্পস পর্বতমালায় প্রশিক্ষণের সময় তুষার ধসে পাঁচ ফরাসি সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যিনি স্থানীয় হাসপাতালে নিবিড় পরিচর্যা (আইসি‌ইউ) কেন্দ্রে চিকিৎসাধীন।

সোমবার (১৮ জানুয়ারি) ফ্রান্সের ভ্যালফ্রিজুস রিসোর্টের কাছে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। ‍

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আল্পস পর্বতমালায় ওই প্রশিক্ষণে ফ্রান্সের ৫০ সৈন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন।

গত সপ্তাহে দুই স্কুল শিক্ষার্থী ও একজন ইউক্রেনীয় পর্যটক তুষার ধসের ঘটনায় নিহত হন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬/আপডেট:২৩২৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।