ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোয় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।



দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ‍জানায়, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনায় পড়লে রোববার (৩১ জানুয়ারি) এ হতাহতের ঘটনা ঘটে। কায়রো থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে বেনি সুয়েফে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওই সড়কে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সড়ক দুর্ঘটনায় প্রতি বছর দেশটিতে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি হয়। যানবাহনের অতিরিক্ত গতি, নাজুক সড়ক ব্যবস্থা ও যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।