ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত উত্তর কোরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: যে কোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারে উত্তর কোরিয়া প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং-উন।

শুক্রবার (০৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

এ বিষয়ে দেশটির সেনাবাহিনীকে তৎপর থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি ক্ষেপণাস্ত্র ছোড়া ও পারমাণবিক পরীক্ষার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরেই তিনি এমন তথ্য জানান।

কিম জং-উন বলেন, উত্তর কোরিয়াকে শত্রুরা হুমকি দিচ্ছে। তাই নিজেদের সার্বভৌমত্ব ও বাঁচার অধিকার রক্ষার জন্য পারমাণবিক সক্ষমতা বাড়ানো দরকার।  

এদিকে, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (০৩ মার্চ) দেশটির সাগরে ছয়টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনাকে এক ধরনের জবাব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬/ আপডেট: ১২০৩ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।