ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বাজেট বাড়ছে চীনের প্রতিরক্ষা খাতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
বাজেট বাড়ছে চীনের প্রতিরক্ষা খাতে ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিরক্ষা খাতে চলতি বছর বাজেট বরাদ্দ সাত থেকে আট শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন।

শুক্রবার (০৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।



চীনের কমিউনিস্ট নিয়ন্ত্রিত পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস-এর মুখপাত্র ফু ইং বলেছেন, চলতি বছর চীনের প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো অব্যাহত থাকবে। তবে তা গত বছর ও তার আগের বছরগুলোর বাজেটে যে পরিমাণ বরাদ্দ ছিল, তার চেয়ে কম থাকবে।

গত বছর চীনের প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছিল মোট বাজেটের ১০ দশমিক ১ শতাংশ বা ১৩৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার (৭৮ টাকায় ডলার হিসাবে ১০ লাখ ৫৫ হাজার ৯৫৩ কোটি ৩২ লাখ টাকা)।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
টিআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।