ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে সিরিয়ায় ১৩৫ জনের প্রাণহানি

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে সিরিয়ায় ১৩৫ জনের প্রাণহানি

ঢাকা: সাময়িক যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের এক সপ্তাহে সিরিয়ার বিভিন্ন এলকায় ১৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (০৫ মার্চ) সিরিয়া ভিত্তিক পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।



খবরে বলা হয়, যুদ্ধ বিরতি চুক্তির আওতাভুক্ত এলাকার বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে ১৩৫ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি যুদ্ধ বিরতির আওতাভুক্ত নয় এমন এলাকায় হামলার ঘটনায় ৫৫২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক নাগরিক আহত হয়েছেন বলেও জানায় যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা।

গত ৫ বছর ধরে চলা এই গৃহযুদ্ধে লাখ লাখ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। অনেকে বাস্তুহারাসহ হারিয়েছেন সর্বস্ব।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।