ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, মার্চ ৭, ২০১৬
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ কমপক্ষে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা এবং দুই শিশু নিহত হয়।



সোমবার (৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় দুপুরে চারসাদ্দা জেলায় বোমা হামলায় আরও ২১ জন আহত হয়েছেন।

পাকিস্তানি তালেবানের মুখপাত্র এই হামলার দায় স্বীকার করেছে বলেও সংবাদে উল্লেখ করা হয়। তারা জানায়, ২০১১ সালে পাঞ্জাব প্রদেশের গভর্নরকে হত্যা করে মমতাজ কাদরি। পহেলা মার্চ ওই মামলার রায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রতিবাদে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালেবান।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।