ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ইকুয়েডরে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ইকুয়েডরে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২২

ঢাকা: ইকুয়েডরের অ্যামাজন অঞ্চলে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত দেড়টা) ইকুয়েডরের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় ইসরায়েল নির্মিত আরাভা প্লেনটি বিধ্বস্ত হয়।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্যারাসুট অবতরণে প্রশিক্ষণরত ১৯ জন ইকুয়েডোরান সেনা প্লেনটিতে ছিলেন। এছাড়া তিনজন ছিলেন প্লেনটির ক্রু। এদের সবাই নিহত হয়েছেন এ দুর্ঘটনায়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইকুয়েডরের প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো পাতিনো ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।