ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সার্বিয়ায় ক্যাফেতে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
সার্বিয়ায় ক্যাফেতে গুলি, নিহত ৫

ঢাকা: ইউরোপের সার্বিয়ায় একটি ক্যাফেতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার (০১ জুলাই) দিবাগত রাত ১টা ৪০মিনিটে এ হামলার ঘটনা ঘটে শনিবার (০২ জুলাই) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, দেশটির উত্তরাঞ্চলের জেরেনজানিন শহরের কাছে একটি ক্যাফেটিতে জেড এস  নামে ওই বন্দুকধারী প্রথমে তার স্ত্রীকে গুলি করে হত্যা করে, পরে অপর এক নারীকে গুলি করে। এরপর ক্যাফেতে উপস্থিত লোকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় পাঁচজন নিহত হন।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।