ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোরণ, হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, জুলাই ৪, ২০১৬
জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোরণ, হামলাকারী নিহত

ঢাকা: সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হামলাকারী নিহত এবং দুই নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার (০৪ জুলাই) সকালে এ হামলা চালানো হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর-জেনারেল মনসুর আল-তুর্কি জানান, জেদ্দায় ডা. সুলেইমান ফাকিহ হাসপাতালের কাছে এ হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি হাসপাতালের পাশে গাড়ি রাখার স্থানে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল। এ সময় তল্লাশি করতে গেলে নিজের সঙ্গে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় সে।  

এতে ঘটনাস্থলেই নিহত হয় হামলাকারী। সামান্য আহত হন দুই নিরাপত্তা কর্মকর্তা।

এর আগে ২০০৪ সালে জেদ্দার মার্কিন এই কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।