কলকাতা: বঙ্গের সঙ্গে ‘পশ্চিম’ শব্দটি জুড়ে দেওয়ায় যারপরনাই নাখোশ পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা। গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সকল পার্টি প্রতিনিধিদের উপস্থিতিতে রাজ্য সরকার ‘ওয়েস্ট বেঙ্গল’ নামটি পাল্টে‘পশ্চিমবঙ্গ‘ রাখার পর থেকেই তাই এ নিয়ে আপত্তি উঠছে বুদ্ধিজীবী মহলে।
তারা মনে করছেন, রাজ্য সরকারের সিদ্ধান্তে ইংরেজি নামের বাংলা রূপায়ন হয়েছে মাত্র। এতে মৌলিক কোন পরিবর্তন আসেনি। এর চেয়ে বরং ‘বাংলা’, ‘বঙ্গ’ বা ‘বঙ্গভূমি’ জাতীয় শব্দ শ্রেয়তর ছিলো। বাংলা বা বঙ্গের পরিচয়ের জন্য বাড়তি ‘পশ্চিম’ শব্দটির দরকারই ছিলো না।
‘বঙ্গ’ বা ‘বঙ্গভূমি’ শব্দ ব্যবহার করলে আসছে ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘২য় বঙ্গবিদ্যা সম্মেলন’ এর সঙ্গেও তা মানানসই হতো বলেও মনে করছেন তারা।
এ প্রসঙ্গে ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘পরিবর্তনটা কোথায় হলো? এটাতো শুধু ইংরেজির অনুবাদ মাত্র। নামের সঙ্গে `পশ্চিম` শব্দটা ব্যবহার নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। শুধু পরিবর্তন করতে হবে বলে এই পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের পেছন কোনো মৌলিক কারণ নেই। আমি ভেবেছিলাম তারা ‘বঙ্গ’ বা ‘বঙ্গভূমি’ ব্যবহার করবে। কিন্তু তারা তা করলো না। ’
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্যের প্রতিধ্বনি তুলেই যেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বললেন, ‘এটা আসলে কোনও পরিবর্তনই হয়নি। কেন `পশ্চিম` শব্দটা থাকবে? `পশ্চিম` অথবা `ওয়েস্ট` শব্দটার জায়গা কোথায়? আদর্শিকভাবে এর নাম হওয়া উচিত ছিলো ‘বাংলা’ অথবা ‘বঙ্গভূমি’।
বঙ্গের সঙ্গে `পশ্চিম` শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি তুলেছেন কবি-ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ও।
তিনি বলেছেন, `পশ্চিম` শব্দটাই প্রয়োজনাতিরিক্ত। এ শব্দের ব্যবহারে আমি বিস্মিত। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে, তুমি কোথায় যাচ্ছো? সে নির্দিধায় বলবে বাংলায় যাচ্ছি। এমন লোক খুঁজে পাওয়া মুশকিল যে বলবে পশ্চিম অথবা ওয়েস্ট বেঙ্গল। যদিও আমি খুশি যে অন্তত `বঙ্গ` শব্দটা রাখা হয়েছে। ’
যদিও জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ওয়েস্ট বেঙ্গলের নাম পাল্টে পশ্চিমবঙ্গ হওয়ায় সাধুবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, আমি খুবই খুশি ও উত্তেজিত। অবশেষে বাঙ্গালির হৃদয়ানুভুতিকে সম্মান জানানো হলো। একমাত্র আমাদেরটা ছাড়া এই দেশের (ভারতের) অন্য কোনো রাজ্যের নাম ইংরেজিতে ছিল না। পরবর্তী প্রজন্মকে এই নাম বাংলার মর্মান্তিক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেবে। ’
‘এই নাম পরিবর্তন পশ্চিমবঙ্গবাসীকে শক্তিশালীভাবে বিকশিত হতে সাহায্য করবে বলেও’ মন্তব্য করেন পিসি সরকার জুনিয়র।
অভিনেতা কৌশিক সেনও মনে করেন-এই নাম পরিবর্তন সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার ফসল।
স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান বলেন, ‘এটা এক প্রকার দ্বিধা দ্বন্দ্ব তৈরি করবে। অনেক বিদেশিই আমাকে জিজ্ঞেস করে কলকাতা ও ক্যালকাটা কি পৃথক দুই শহর? এখন তারা জিজ্ঞেস করবে ওয়েস্ট বেঙ্গল ও পশ্চিমবঙ্গ কি দুই পৃথক রাজ্য?’
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১