ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইঁদুরদের তাড়িয়ে দেওয়ার দাবি গাদ্দাফির: ত্রিপোলি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১
ইঁদুরদের তাড়িয়ে দেওয়ার দাবি গাদ্দাফির: ত্রিপোলি সংঘর্ষ

ত্রিপোলি: লিবিয়ার গাদ্দাফি বিরোধীরা রাজধানী ত্রিপোলির কাছাকাছি এসে পড়ে পড়ায় ছড়িয়ে পড়েছে সংঘর্ষ-সহিংসতা। ত্রিপোলির একাংশের রাস্তায় গাদ্দাফি সমর্থকদের সঙ্গে বিরোধী পক্ষের তুমুল সংঘর্ষ চলছে।



একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ত্রিপোলির বিভিন্ন স্থানে ভারী গোলাবর্ষণ হচ্ছে।

বিদ্রোহীদের এক কর্মকর্তা জানান, ত্রিপোলিতে গণঅভ্যুত্থান শুরু হয়ে গেছে। কিন্তু এদিকে কর্নেল মুয়াম্মার গাদ্দাফি জানান, তার সেনারা ‘ইদুরদেরকে’ তাড়িয়ে দিয়েছে। তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে লিবিয়াকে ধ্বংস করার অভিযোগ আনেন।

বিদ্রোহীরা এর আগে ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে জিলতান এবং পশ্চিমের জাঈয়া শহরের দখল নেয়। গাদ্দাফি সমর্থিত সেনারা তেল সমৃদ্ধ বন্দরনগরী ব্রেগা থেকে পিছু হটেছে বলে দাবি করছে বিদ্রোহীরা। তারা আরো জানায়, ব্যাপক গোলাবর্ষণের মুখে গাদ্দাফি বাহিনী পূর্বাঞ্চলীয় শিল্প শহর থেকেও পিছু হটতে শুরু করেছে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী ম্যাথিউ প্রাইস রাজধানী ত্রিপোলি থেকে জানান,  ত্রিপোলির পূর্বে এবং উত্তরে তাজোরা জেলাতে প্রতিরোধ  এবং গোলাগুলি ছড়িয়ে পড়েছে। বিদ্রোহীদের  নিয়ন্ত্রিত জাতীয় অন্তবর্তী পরিষদের (এনটিসি) ভাইস চেয়ারম্যান আবদেল হাফিজ ঘোগার  উদ্ধৃতি দিয়ে একটি বার্তা সংস্থা জানায়, ‘রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে বিদ্রোহীরা লড়াই শুরু করে। ত্রিপোলিতে বিদ্রোহীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এটা র্প্বূ পরিকল্পিত। ’   

কিন্তু কর্নেল গাদ্দাফির তথ্যমন্ত্রী মুসা ইব্রাহিম পরে জানান, ত্রিপোলি নিরাপদ এবং পুরোপুরি সশস্ত্র লোকদের কমিটি, স্বেচ্ছাসেবকদের এবং ত্রিপোলির সম্মানিত লোকজনের নিয়ন্ত্রণে আছে। কিছু বন্দুকধারী দুই তিনটি অঞ্চলে ঢুকেছিল। তারা পিছু হটেছে এবং সবকিছু আধ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।  

একটি সংক্ষিপ্ত রেডিও বার্তায় কর্নেল গাদ্দাফি বিদ্রোহীদের পিছু হটিয়ে দেওয়ার জন্য তার সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি ওই বার্তায় জানান, ‘ইঁদুরগুলো (বিদ্রোহীরা) আমাদের আক্রমণ করেছিল এবং আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।