নয়াদিল্লি: সরকারের সঙ্গে সংলাপের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি বলে জানালেন ভারতে দুর্নীতির বিরুদ্ধে অনশনরত আন্না হাজারে। আন্না হাজারের সঙ্গে সরকার সংলাপে বসতে রাজি বলে মনমোহন সিংয়ের করা উক্তির একদিন পরেই এ মন্তব্য করলেন আন্না।
অনশনের ষষ্ঠ দিনে এসে আন্না রামলিলা ময়দানে তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা সংলাপের জন্য দরজা বন্ধ করে দেইনি। আমরা দরজা খোলা রেখেছি। একমাত্র দুর্নীতি বন্ধ ইস্যুতেই সরকারের সঙ্গে কথা হতে পারে।
এদিকে আন্নার ঘনিষ্ঠ সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে নানা প্রকার প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু তারা এই ইস্যুতে কোনো কথাই বলছেনা।
আন্নার সহযোগি কেজরিওয়াল বলেন, কার সাথে এবং কোথায় আমরা আলোচনায় বসবো? আমাদের কমিটি থেকে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আলোচনায় বসতে হবে।
হাজারে এবং কেজরিওয়াল উভয়েই তাদের সমর্থকদের উদ্দেশে এমপি মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ধরণা দেওয়ার আহবান জানান। যাতে তারা জানুয়ারির লোকপাল বিলে সমর্থন দেওয়ার জন্য লিখিত সমর্থন দেয়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১