রৈরুত: সিরিয়ার ঘটনা তদন্তে জাতিসংঘের হিউম্যাটিরিয়ান টীম এখন সিরিয়াতে। রোববার জাতিসংঘ টীম সিরিয়াতে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ মুখপাত্র আমান্দা পিট।
জাতিসংঘের মুখপাত্র আমান্দা পিট বলেন, জাতিসংঘের হিউম্যানিটারিয়ান টীম সিরিয়াতে পৌঁছেছে। টীমের নেতৃত্ব দিচ্ছেন রশিদ খালিকভ।
রোববার সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাতকার দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের।
দেশটির বর্তমান অবস্থা এবং পুনর্গঠনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার কথাও রয়েছে এসময় প্রেসিডেন্ট বাশারের।
যদি আসাদ জনগণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন তাহলে এই বক্তব্যই হবে সিরিয়ার জনগণের সামনে তার প্রথম দৃষ্টিগ্রাহ্য ভাষণ। আর মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এনিয়ে তিনি চারবার ভাষণ দেবেন।
মানবাধিকার সংস্থার মতে, বিগত চারমাসে অন্তত এক হাজার ৮৬০ জন বেসামরিক মানুষ এবং ৪২২ জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।
যদিও মানবাধিকার সংস্থাগুলোর এই দাবি যাচাই করা সম্ভব হচ্ছে না। কারন সিরিয়াতে কোনো বর্হিদেশীয় সংবাদ মাধ্যম ঢুকতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১