কায়রো: জঙ্গি সন্দেহে পাঁচ মিসরীয় পুলিশকে গুলি করে হত্যার প্রতিবাদে মিসরে হাজার হাজার প্রতিবাদকারী ইসরায়েলি দূতাবাসের বাইরে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছে।
বিক্ষোভের এক পর্যায়ে একজন বিক্ষোভকারী দূতাবাস ভবনে উঠে ইসরায়েলি পতাকা নামিয়ে সেখানে মিসরীয় পতাকা টানিয়ে দেয়।
এদিকে ইসরাইল বৃহস্পতিবারের ওই ঘটনার জন্য ‘দু:খ’ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার ইসরায়েল-মিসরীয় সীমান্ত এলাকায় কথিত ফিলিস্তিনি জঙ্গিরা মিসরের সিনাই উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে এক হামলা চালায়। এ হামলায় আটজন ইসরায়েলি নাগরিক নিহত হয়। ইসরায়েলি সেনারা এই হামলার জন্য ফিলিস্তিনি জঙ্গিদের দায়ী করে তাদের পিছু ধাওয়া করলে এতে পাঁচজন মিসরীয় পুলিশ নিহত হয়।
এরপর থেকে ইসরায়েল একের পর বিমান হামলা চালিয়ে গাজা উপত্যকায় গত দুইদিনে কমপক্ষে ১৫ জন নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
কায়রো এই হত্যাকান্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে এর জন্য তদন্ত এবং ক্ষমা চাওয়ার আহবান জানায়। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হত্যাকা- তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
মিসরীয় সরকারের একজন মুখপাত্র জানান, আমরা তদন্তের ফলাফল না দেখা পর্যন্ত ইসরায়েল থেকে আমাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখবো।
এর আগেএই ঘটনার জের ধরেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে মিসর।
গাজায় হামাস শাসিত স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এই হত্যাকান্ডের জন্য ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনেছে। বৃহস্পতিবার এ পর্যন্ত ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলকে লক্ষ্য করে ২০টিরও বেশি রকেট ছোড়ে।
কায়রো ভিত্তিক আরব লিগ এই সংকট নিয়ে আলোচনার জন্য রোববার এক বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সহিংসতায় শনিবার ইসরাইলি শহর বীরসেবায় রকেট হামলায় একজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে।
ইসরায়েলি সূত্রগুলো এই হামলাকে গ্র্যাড রকেটের হামলা বলে জানিয়ে বলেছে, এতে দুটি শিশু সামান্য আতহ হয়েছে। তারা আরও জানায়, গ্র্যাড রকেট অন্য আরেকটি শহর ওফাকিমেও আঘাত হেনেছে। হামাস জঙ্গিরা ইসরাইলি হামলার জবাবে গ্র্যাড রকেট হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১