কাবুল: মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী রোববার আফগানিস্তানের সহিংসতা কবলিত দক্ষিণঅঞ্চলে মোহাম্মদ আজম নামে একজন সরকারি আইনজীবিকে গুলি করে হত্যা করেছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
হেলমান্দ প্রদেশের অ্যাটর্নি জেনারেল খুশাহাল শাপা জানান, হামলাকারীরা রোববার সকালে হেলমান্দ প্রদেশের গিরেস্ক জেলার প্রধান আইনজীবি মোহাম্মদ আজমকে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে গুলি করে। আজম সহিংসতা কবলিত ওই জেলার আইনি বিষয়গুলোর দেখভাল করতো।
হেলমান্দ প্রদেশের গভর্নরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণকারী পালিয়ে গেছে এবং নিরাপত্তাবাহিনী তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু হেলমন্দে তালেবানরা প্রায়ই এরকম সরকারি কর্তাব্যক্তিদের হত্যা করছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১