কোপেনহেগেন: আর নয় বুলেটপ্রুফ জ্যাকেট। এবার জ্যাকেটের জায়গা দখল করে নেবে চামড়া।
বিজ্ঞানীরা ছাগলের দুধ নিয়ে এক প্রকার প্রোটিন তৈরি করছেন যা মাকড়শা জাল তৈরিতে ব্যবহার করে। এই প্রোটিন দিয়েই বিজ্ঞানীরা একপ্রকার বস্ত্র নির্মাণ করার চেষ্টা করছেন।
বস্ত্রটির ওজন হবে দুই দশমিক ছয় গ্রাম ৩২৯ মিলিগ্রাম। এই বস্ত্রটি পয়েন্ট টু টু ক্যালিবার রাইফেলের গুলি ঠেকিয়ে দিতে পারবে। বস্ত্রটি মানুষের শরীরের সঙ্গে লেপ্টে থাকবে। বিজ্ঞানীরা আশা করছেন, বুলেটের পক্ষে খুবই কঠিন হবে এই বস্ত্র ভেদ করা।
‘মাকড়শার জাল’ নামের এই প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা মাকড়শার জিন থেকে একজন বুলেটপ্রুফ মানুষ তৈরি করার চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১