ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুলেট প্রুফ চামড়া তৈরি করবেন ডেনমার্কের বিজ্ঞানীরা

কল্লোল কর্মকার, আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১
বুলেট প্রুফ চামড়া তৈরি করবেন ডেনমার্কের বিজ্ঞানীরা

কোপেনহেগেন: আর নয় বুলেটপ্রুফ জ্যাকেট। এবার জ্যাকেটের জায়গা দখল করে নেবে চামড়া।

ডেনমার্কের একদল বিজ্ঞানী বুলেটপ্রুফ চামড়া তৈরির চেষ্টা চালাচ্ছেন। কৃত্রিম এই চামড়া ভেদ করে ঢুকবে না কোনো বুলেট।

বিজ্ঞানীরা ছাগলের দুধ নিয়ে এক প্রকার প্রোটিন তৈরি করছেন যা মাকড়শা জাল তৈরিতে ব্যবহার করে। এই প্রোটিন দিয়েই বিজ্ঞানীরা একপ্রকার বস্ত্র নির্মাণ করার চেষ্টা করছেন।

বস্ত্রটির ওজন হবে দুই দশমিক ছয় গ্রাম ৩২৯ মিলিগ্রাম। এই বস্ত্রটি পয়েন্ট টু টু ক্যালিবার রাইফেলের গুলি ঠেকিয়ে দিতে পারবে। বস্ত্রটি মানুষের শরীরের সঙ্গে লেপ্টে থাকবে। বিজ্ঞানীরা আশা করছেন, বুলেটের পক্ষে খুবই কঠিন হবে এই বস্ত্র ভেদ করা।

‘মাকড়শার জাল’ নামের এই প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা মাকড়শার জিন থেকে একজন বুলেটপ্রুফ মানুষ তৈরি করার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।