কলম্বো: শ্রীলঙ্কার গ্রামাঞ্চলে রাতের বেলা ‘গ্রিস ডেভিলস’ নামে এক ধরণের চোরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সপ্তাহে ওই চোরের আক্রমণে তিনজন মারা গেছে।
রাতের বেলা গ্রামাঞ্চলের নারীদের ঘরের মধ্যে এবং পুরুষদেরকে অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকতে বলা হয়েছে।
শ্রীলংকায় ঐতিহাসিকভাবে প্রচলিত আছে যে, এই ‘গ্রিস ডেভিলস’ এমন এক ধরণের চোর যারা শুধুৃ অন্তর্বাস পড়ে থাকে এবং গায়ে তেল মেখে রাখে যাতে কেউ পিছু ধাওয়া করলে তাদেরকে ধরতে না পারে।
কিন্তু সম্প্রতি ‘গ্রিস ডেভিলস’ শুধু রাতের বেলাই আক্রমণ করে এবং নারীদেরকে আক্রমণ করে এবং ভয় দেখায়। পাবর্ত্য জেলা মাতালে থেকে নাম প্রকাশে অনিচ্ছুক পেশায় বিমানের টিকিট বিক্রেতা ৩৬ বছর বয়সী একজন বলছিলেন, ওই গল্প অনুযায়ী এই চোর তরুণী নারীদের ঘাড় কামড়ে দেয়। এ রকম অনেক অভিযোগ শোনা গেলেও পুলিশ তাদেরকে ধরতে সক্ষম হয়নি। বরং দুই জায়গায় পুলিশ অপরাধীদের ছেড়ে দিয়েছে।
পুলিশ জানায়, গ্রামবাসীরা বুধবার শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের কোতাগালা গ্রামের একটি চা বাগানে উত্তেজিত জনতা ‘গ্রিস ডেভিলস’ সন্দেহে দুজনকে পিটিয়ে মেরে ফেলে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১