ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসন আইন লঙ্ঘনে পূর্ব তিমুরে ৮০ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
অভিবাসন আইন লঙ্ঘনে পূর্ব তিমুরে ৮০ বাংলাদেশি আটক তিমুর

ঢাকা: অভিবাসন আইন লঙ্ঘন করায় পূর্ব তিমুর থেকে ৮০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ন্যাশনাল পুলিশ ফোর্স (পিএনটিএল)। পিএনটিএল’র ইমিগ্রেশন পুলিশ জানায়, গত শুক্রবার তাদের আটক করা হয়েছে। ট্যুরিস্ট ভিসায় ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের দেশ পূর্ব তিমুর এলেও তারা বিভিন্ন কাজে যুক্ত হন।

আটক ব্যক্তিরা মূলত দেশটির রাজধানী বন্দরনগরী দিলির বিভিন্ন বারে কাজ করতেন।

ইমিগ্রেশন পুলিশ অফিসার ভিসেন্তে গুজমাও বলেন, আইন অনুযায়ী এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।