ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলির সিটি সেন্টারে বিদ্রোহী বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১
ত্রিপোলির সিটি সেন্টারে বিদ্রোহী বাহিনী

ত্রিপোলি: লিবিয়ায় সরকার বিদ্রোহী বাহিনী রাজধানী ত্রিপোলির সিটি সেন্টারে পৌঁছে গেছে। বাংলাদেশ সময় খুব ভোরে তারা সিটি সেন্টারে পৌঁছায়।

এর আগে বাংলাদেশ সময় রাত ৪টা ৫০ মিনিটে বিদ্রোহী বাহিনীর গাড়ি রাজধানীর সিটি সেন্টার থেকে থেকে মাত্র কয়েকশ মিটার দূরে

অবস্থান করছিল বলে বিবিসি জানায়।


এ সময় বিদ্রোহী বাহিনীর একটি কনভয় সামান্য প্রতিরোধের মুখে পড়ে। কনভয়টি সিটি সেন্টার অভিমুখে যাওয়ার পথে উচ্ছ্বল জনতা আনন্দে চিৎকার করতে থাকে। তারা লিবিয়ার পতাকা নেড়ে বিদ্রোহী বাহিনীকে স্বাগত জানায়।

কিন্তু এরপরও কর্নেল গাদ্দাফি বিদ্রোহী বাহিনী দমনের অঙ্গীকার করেছেন।

এদিকে, বিদ্রোহী বাহিনী দাবি করেছে যে, তারা গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে আটক করতে সক্ষম হয়েছে।

ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা মোহাম্মদ  আব্দুল জলিল সংবাদমাধ্যমকে বলেন, গাদ্দাফির ছেলেকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।

কর্নেল গাদ্দাফি এখনো বিশ্বাস করছেন যে, হাজার হাজার সরকারি সৈন্য তার পক্ষে রয়েছে। কিন্তু বিভিন্ন  প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সরকারি সৈন্যরা বিদ্রোহী বাহিনীর কাছে আত্মসমর্পন করছে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।