ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘জিরো আওয়ার’ ঘোষণায় ত্রিপোলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১
‘জিরো আওয়ার’ ঘোষণায় ত্রিপোলি

ত্রিপোলি: লিবিয়ার বিদ্রোহী বাহিনী ‘যুদ্ধ সমাপ্তি’র ঘোষণার প্রস্তুতি নিতে শুরু করেছে।   রাজধানী ত্রিপোলিতে পৌঁছানোর সময়কে তারা ‘জিরো আওয়ার’ হিসেবে অভিহিত করেছেন।



ছয় মাস যুদ্ধের শেষে এ বিজয় অর্জিত হয়েছে বলে দাবি বিদ্রোহী বাহিনীর ।

এরই পরিপ্রেক্ষিতে ব্রিটেন প্রবাসী লিবিয়ানরা এ যুদ্ধ সমাপ্তিকে তাদের দেশের বিজয় হিসেবে বিবেচনা করছেন। খবর বিবিসি-র।

ম্যানচেষ্টার ইউনিভার্সিটির ডেন্টিস্ট্রি বিভাগের শিক্ষার্থী ড. মুয়ায়েদ (২৬) ৩ বছর ধরে ব্রিটেনে বাস করছেন।

তিনি এখন অপেক্ষা করছেন কখন বলতে পারবেন ত্রিপোলি মুক্ত!

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘এটাই হচ্ছে, তার (গাদ্দাফি) অধীনে থাকা শেষ শহর। সুতরাং তিনি সহজেই এটি হাতছাড়া করতে চাইবেন না। ’

তিনি আতঙ্কিত হয়ে ত্রিপোলিতে থাকা তার পরিবারের সদস্যদের সঙ্গে ২ ঘণ্টা পর পর ফোন করে জানার চেষ্টা করছেন তারা ভালো আছেন কিনা!

ড. মুয়ায়েদ বলেন, ‘এটাই এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত! আমরা খুবই খুশি যে, এটাই হচ্ছে শেষ থেকে শুরুর মুহূর্ত!

তিনি আতঙ্কের সঙ্গেও বলেন, ‘ত্রিপোলি জয়ের জন্য অনেক বেশি মূল্য দিতে হবে। ’ তবে তিনি আশা প্রকাশ করেন, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ হওয়া মাত্র দেশে ফিরবেন।

ব্রিটেনে বসবাসরত খালেদ সংবাদমাধ্যমকে জানান, গাদ্দাফির রাজত্বের শেষ ঘণ্টা বেজে গেছে!

তবে বিদ্রোহী বাহিনী পুরোপুরি ত্রিপোলি শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কর্নেল গাদ্দাফি কী অবস্থায় রয়েছেন, তা জানা যাচ্ছে না। কয়েক ঘণ্টা আগেও তিনি বিদ্রোহী বাহিনী দমনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।