ত্রিপালি: লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দুই ছেলে গ্রেপ্তার হয়ে বিদ্রোহীদের হেফাজতে আছেন। যুদ্ধ চলছে গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়ার চারপাশে।
বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী সরকারের (টিএনসি) প্রধান মুস্তাফা আবদেল জলিল জানান, গাদ্দাফির বড় ছেলে মোহাম্মদ এবং দ্বিতীয় ছেলে সাইল আল-ইসলামকে বিদ্রোহীরা রোববার রাতে আটক করে। কিন্তু অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি। ত্রিপোলিতে বিদ্রোহীদের মুখপাত্র সিদ্দিক আল-কবির ও এই আটকের খবরের সত্যতা নিশ্চিত করেন।
মানবতার বিরুদ্ধে অপারাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত জুনে সাইফ আল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিদ্রোহীরা ত্রিপোলি দখল করার পর গাদ্দাফি ভবনে এখন ব্যাপক সংঘর্ষ চলছে। রাতভর বিদ্রোহী যোদ্ধারা সেন্ট্রাল গ্রিন স্কয়ারে আনন্দ ফূর্তি করে কাটিয়েছে। এই স্কয়ারে আগে দেখা মিলত গাদ্দাফির অনুগত বাহিনীর সদস্যদের।
চ্যানেলফোর বিদ্রোহীদের বরাত দিয়ে জানায়, বিদ্রোহী বাহিনী ত্রিপোলির ৯৫ ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পশ্চিমা নেতারা বিদ্রোহীদেরকে স্বাগত জানিয়েছে এবং গাদ্দাফিকে সরে যেতে বলেছে।
বিবিসির ত্রিপোলি প্রতিনিধি রানা জাওয়াদ জানান, ত্রিপোলির পূর্বাঞ্চলে তার প্রতিবেশিদের ঘুম ভাঙে স্থানীয় মসজিদের ঈমামের কন্ঠ শুনে। মসজিদের ঈমাম মাইকে লিবিয়ার গাদ্দাফি শাসনামলের আগের জাতীয় সংগীতটি সুর করে গাইছিলেন। ওই প্রতিবেদক আরো জানান বিদ্রোহীরা যা চেয়েছিল তা আসন্ন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১