ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাক্ষাৎকার দেওয়ার সময় গাদ্দাফির বড় ছেলে গ্রেপ্তার হন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১
সাক্ষাৎকার দেওয়ার সময় গাদ্দাফির বড় ছেলে গ্রেপ্তার হন

ত্রিপোলি: জনপ্রিয় টিভি চ্যানেল আল-জাজিরাতে সাক্ষাৎকার দেওয়ার সময় লিবিয়ার নেতা মুয়াম্মার আল-গাদ্দাফির বড় ছেলে মোহাম্মাদকে গ্রেপ্তার করেছে বিদ্রোহী গ্রুপের নেতারা।

সাক্ষাৎকার চলাকালীন বিদ্রোহীরা তার বাড়ি ঘিরে ফেলে এবং বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।



আল-জাজিরার দেওয়া তথ্য মতে, মোহাম্মদ তার স্ত্রী, ছেলে-মেয়ে এবং তার মায়ের সঙ্গে বসবাস করতেন। তার মায়ের সঙ্গে গাদ্দাফির অনেক আগেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে।

সূত্র মতে, মোহাম্মদ রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তিনি সরকারের কোনো পদ দখল করেনি। বিদ্রোহীরা তাকে গৃহবন্দী করে রেখেছে এবং তার নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গত রোববার ত্রিপোলিতে বিদ্রোহী গ্রুপ এবং গাদ্দাফির বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। মিসরাতা থেকে বিরোধীরা সমুদ্রপথে রাজধানী ত্রিপোলিতে প্রবেশ করে। সোমবার বিদ্রোহীরা ত্রিপোলির প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এবং প্রধান চত্বর দখল করে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।