ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফিকে খুঁজছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১
গাদ্দাফিকে খুঁজছে বিদ্রোহীরা

ত্রিপোলি: লিবিয়ার বিদ্রোহীরা সে দেশের নেতা মুয়াম্মার আল-গাদ্দাফির অবস্থান সম্পর্কে কিছুই জানে না। তবে তারা তাকে খুঁজছে বলে জানিয়েছে জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) প্রধান মোস্তফা আবদেল জলিল।



সোমবার আল অ্যারাবিয়া টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘গাদ্দাফি কোথায় তা কেউ জানে না, তবে আমরা তাকে খুঁজছি। ’

তিনি আরও বলেন, গাদ্দাফি সম্ভবত ত্রিপোলিতেই আছেন। সোমবার সকালে সে দেশের সংবাদ মাধ্যমগুলো প্রচার করে, বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফির বাসভবনের পাশে ব্যাপক সংঘর্ষ চলছে।

বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির অধিকাংশ এলাকা দখল করে নিলেও সরকারি বাহিনী আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারি বাহিনী গাদ্দাফির দুই পুত্রকে গ্রেপ্তারের বিষয়টিও অস্বীকার করেছে।

জলিল জানিয়েছেন, গাদ্দাফির দিন ঘনিয়ে এসেছে এবং এখন তার ক্ষমতা ছেড়ে দেওয়ার সময়।

গাদ্দাফি তার শেষ মুহূর্তে উন্মত্ত হয়ে উঠতে পারে এবং এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, গাদ্দাফি যেকোনো মুহূর্তে গাদ্দাফি ত্রিপোলি এমনকি তার সমর্থকদের পুড়িয়ে মারতে পারেন।

লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীম জানিয়েছে, তার সরকার বিদ্রোহীদের সঙ্গে যেকোনো সময় সমঝোতা করতে প্রস্তুত।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে লিবিয়ার প্রধানমন্ত্রী আল বাগদাদি আলী আল মাহমুদি প্রতিবেশী দেশ তিউনিসিয়ায় পালিয়ে গেছেন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারণী প্রধান ক্যাথরিন অ্যাসটন রক্তপাত এড়াতে গাদ্দাফিকে পদত্যাগের আহ্বান জানান।

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিও অপ্রয়োজনীয় প্রতিরোধ গড়তে এবং সে দেশের মানুষদের দুর্ভোগ থেকে রক্ষার জন্য গাদ্দাফিকে একই আহ্বান জানিয়েছিলেন।

কিন্তু গাদ্দাফি রোববারও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। গাদ্দাফি বলেন, ‘আমি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকবো। ’ তিনি তার সমর্থদের রাজধানীকে শত্রুমুক্ত করার জন্য যুদ্ধ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।