মস্কো: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে রাশিয়া আশ্রয় দেবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির নিম্ন কক্ষ পার্লামেন্ট স্টেট দ্যুমার আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান মিখাইল মার্গেলভ।
সোমবার লিবিয়ার বিদ্রোহী বাহিনী রাজধানী ত্রিপোলির বেশিরভাগ অংশের দখর নিয়েছেন।
মিখাইল মার্গেলভ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাশিয়া কখনোই গাদ্দাফিকে আশ্রয় দেবে না। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার আদেশ দিয়ে তিনি আমাদের আস্থা হারিয়েছেন। আমরা মুয়াম্মার গাদ্দাফিকে, তার ছেলে সাইফ আল গাদ্দাফি বা নিষ্পাপ রক্তের দাগ হাতে আছে এমন কাউকেই স্থান দেব না। ’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার লিবিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর আহ্বান জানানো হয়।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘লিবিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার জন্য সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের রক্ষা ও দেশটির বৈধ কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে সহায়তা করতে সবাইকে আহ্বান জানাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১