ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এক বছরের মধ্যে পরমাণু বোমা তৈরি করবে ইরান: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
এক বছরের মধ্যে পরমাণু বোমা তৈরি করবে ইরান: যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: এক বছর বা তারও কিছু বেশি সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে বলে ইসরায়েলকে প্রভাবিত করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইরানের পরমাণু কর্মসূচীর উপর প্রতিরোধমূলক নিষেধাজ্ঞার অগ্রগতি বিষয়ে হতাশা প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস একথা জানিয়েছে।

পরমাণু ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ পর্যায়ের পরামর্শক গ্যারি স্যামুরের বরাত দিয়ে সংবাদপত্রটির অনলাইন সংস্করণে বলা হয়, “এক বছরের মধ্যেই খুব দ্রুততার সঙ্গে তারা সাফল্য অর্জন করবে বলে আমরা মনে করি। ”

এদিকে অতীতে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করা হলে ইরানের পরমাণু কর্মসূচীর উপর হামলার ইঙ্গিত দেয় ইসরায়েল। কেননা, ইসরায়েলি রাষ্ট্রের জন্য এটা প্রত্যক্ষ হুমকী।

এছাড়া পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের আরও সময়ের প্রয়োজন বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করলেও আর মাত্র এক মাসের মধ্যেই তারা এ ক্ষমতা অর্জন করবে বলে ইসরায়েল আশঙ্কা করে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।