কাবুল: আফগানিস্তানের শান্তি পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানি বোমা হামলায় কাবুলে মঙ্গলবার নিহত হয়েছেন।
এ সময় তার সঙ্গে থাকা আরও অনেকে নিহত হয়েছেন।
রাব্বানি তার বাড়িতে দুজন তালেবান সদস্যের সঙ্গে বৈঠক করছিলেন। ওই সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা ওই বোমা হামলার সঙ্গে জড়িত কি না সেটা পরিষ্কার নয়। শান্তি পরিষদের এই শীর্ষ নেতা তালেবানদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে আসছিলেন।
রাব্বানি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং তিনি দেশটির প্রধান বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছিলেন। অসমর্থিত সূত্র বলছে, তিনি আত্মঘাতী হামলাকারীদের হাতে নিহত হয়ে থাকতে পারেন।
শান্তি পরিষদের একজন শীর্ষ উপদেষ্টাও এই হামলায় গুরুতর আহত হয়েছেন। শান্তি পরিষদ গঠনের সময় দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই এই উদ্যোগকে আফগান জনগণের জন্য একটা বড় সুযোগ বলে অভিহিত করেন এবং তিনি তালেবানদের এটা লুফে নিয়ে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান। কিন্তু শান্তি পরিষদের অনেক সদস্যই ছিলেন সাবেক যোদ্ধা, যারা তালেবানদের সঙ্গে যুদ্ধ করে অনেক বছর অতিবাহিত করেছেন।
রাব্বানি সম্প্রতি ইরানে এক ধর্মীয় সম্নেলনে মুসলিম বুদ্ধিজীবীদের আত্মঘাতী হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি ১৯৯৬ সালে তালেবানদের দ্বারা ক্ষমতাচ্যুত হন।
ক্ষমতাচ্যুত হওয়ার পরে তিনি তালেবান বিরোধী সংগটন নর্দান অ্যালায়েন্সের প্রধান হিসেবে নিযুক্ত হন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১