লন্ডন: নিউজ ইন্টারন্যাশনালের মালিক মিডিয়া মোগল রুপার্ট মারডক ফোন হ্যাকিং কেলেংকারির বিষয়টি মীমাংসা করতে ভুক্তভোগী সেই কিশোরীর পরিবারকে বিপুল অংকের অর্থ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছেন।
লন্ডনে ১৩ বছর বয়সী কিশোরী মিলি ডাউলার খুন হওয়ার ঘটনায় তথ্য সংগ্রহের নামে নিহতের পরিবারের সদস্যদের ব্যক্তিগত মোবাইল ফোনে আড়ি পেতেছিল ইংল্যান্ডে মারডকের ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড।
ফোন হ্যাকিংয়ের কাজটি তারা প্রথম করে মিলি ডাউলার ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত মোবাইলে। ২০০২ সালে মিলি নামের এই কিশোরী নিখোঁজ হয়।
সম্প্রতি ট্যাবলয়েডটির এই অপরাধের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় গত জুলাইয়ে নানামুখী সমালোচনার মুখে পত্রিকাটি বন্ধ করে দেন মারডক।
স্থানীয় কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ডাউলারের পরিবার বিরাট অংকের অর্থ ক্ষতিপূরণ দাবি করেছিল। ভুক্তভোগী অন্যদেরও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সমঝোতা করেছে নিউজ ইন্টারন্যাশনাল। তবে ডাউলার পরিবারকে দেওয়া অর্থের পরিমাণ তাদের তুলনায় অনেক বেশি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১