ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান সেনাবহিনীর হেলিকপ্টারে জঙ্গী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
পাকিস্তান সেনাবহিনীর হেলিকপ্টারে জঙ্গী হামলা

ইসলামাবাদ: পাকিস্তান সেনাবহিনীর একটি হেলিকপ্টারে হামলা চালিয়েছে জঙ্গীরা। বুধবারের এ হামলায় একজন জেনারেল আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো এ ব্যাপারে সংবাদ প্রচার করে।
 
হেলিকপ্টারটি মেজর জেনারেল জাভেদ ইকবালকে নিয়ে সোয়াত উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় নুসরাত দারা এলাকায় জঙ্গীদের হামলার শিকার হয়। স্থানীয় সময় সাড়ে ১১ টায় এ হামলার ঘটনা ঘটে।

তালেবানদের বিরুদ্ধে চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন জেনারেল ইকবাল। জঙ্গীদের হামলায় জেনারেল ইকবাল তার ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। হেরিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস হয়নি বরংচ আহত জেনারেলকে নিয়ে সোজা রওয়ালপিন্ডি চলে যায়।
 
পাকিস্তানভিত্তিক একটি সংবাদমাধ্যমের দেওয়া খবর মতে, জেনারেলের অবস্থা এখন আশংকামুক্ত। তবে এই ঘটনা সম্পর্কে সেনাবহিনী এখনও মুখ খোলেনি। এমনকি কোনো পক্ষই এখন পর্যন্ত এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। যদিও ধারনা করা হচ্ছে এই হামলার জন্য পাকিস্তানী তালেবানরাই দায়ী।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।