রামাল্লা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া বক্তৃতার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েছে ফিলিস্তিন।
এদিন পশ্চিম তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রধান কার্যালয়ের সামনে হাজার খানেকেরও বেশি ফিলিস্তিনি ওবামার বিরুদ্ধে সেøাগান দেয়।
উল্লেখ্য, গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওবামা বলেন, ‘স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলেই ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান হবে না। এ জন্য দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু করা দরকার। ’
এছাড়া নিউইয়র্কে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে ওবামা সাফ জানিয়ে দিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি উঠালে যুক্তরাষ্ট্র ভেটো দেবে।
এদিকে গাজায় জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে ৩ শতাধিক নারী বিক্ষোভ দেখিয়েছে। এসময় তারা ওবামা বিরোধী স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীরা ওবামা বিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে।
ফিলিস্তিনের প্রধান তিনটি পত্রিকাও ওবামার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১