ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফের কাঁপল সিকিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১
ফের কাঁপল সিকিম

ঢাকা: রোববার ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর বৃহস্পতিবার আবার কেঁপে উঠলো ভারতের অঙ্গরাজ্য সিকিম।

বৃহস্পতিবার রাত ১০টা ১৭ মিনিটে সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।



গ্যাংটকের আবহাওয়া দপ্তর সূত্র জানায়, ১০ থেকে ১২ সেকেন্ড স্থায়ী ছিলো এ মৃদু ভূমিকম্পটি।

আবহাওয়া দপ্তরের মুখপাত্র গোপীনাথ রাহা সংবাদ মাধ্যমকে বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। এর উৎস গ্যাংটকের কাছে তাদুং থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে। ’

গ্যাংটক শহরের বাজরা সিনেমা হল, একটি আশ্রম এবং এর আশপাশের কিছু এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানেনা স্থানীয় পুলিশ। তারা এখন ব্যস্ত মানুষজনকে সামাল দিতেই। কারণ মাত্র চার দিনের ব্যবধানে সিকিমে আবার ভূমিকম্প আঘাত হানায় ওই এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

সামন্য এ ভূমিকম্পেই তারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, গত রোববার সিকিমে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ভারত, তিব্বত, নেপালে ১১২ জন প্রাণ হারায়।

এ ভূমিকম্পে বাংলাদেশের সকল এলাকা কেঁপে উঠে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।