শুক্রবার (০৪ আগস্ট) গভীর রাতে আগুন লাগে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ নিয়ে গত দুই বছরে দ্বিতীয়বারের মতো আকাশচুম্বী এই আবাসিক ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
দুবাই সিভিল সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৩টায় আগুন লাগার দু’ঘণ্টা পর এর খবর জানা যায়। সকাল থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ৮৪ তলা ভবনের একপাশে আগুন লেগেছে আর তার শিখার ধ্বংসস্তূপ নিচে পড়ছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
জিওয়াই/আইএ