নিউ ইয়র্ক: পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে জঙ্গীদের সংযোগ আছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর জঙ্গী হামলার পর এই অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।
আর এই অভিযোগের বিপরীতে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি সকল অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রকে সতর্কতা জানিয়ে বলেন, ‘পাকিস্তানকে অপমান করবেন না। এর মাশুল আপনাদেরই গুনতে হবে। ’
নিউ ইয়র্কে জিও টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। হিনা রাব্বানি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দানের জন্য এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন।
এসময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা তাদের সঙ্গে আছি কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদের অপমান করবে। ’
মার্কিন অ্যাডমিরাল মাইক মুলেন আফগানিস্তানে মার্কিন দূতাবাসে হামলার জন্য আইএসআই যোগসাজসের কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত হাক্কানী গ্রুপের সঙ্গে আইএসআইএর সম্পর্ক আছে বলেও তিনি দাবি করেন। এমনকি তিনি এও বলেন যে, যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট প্রমান আছে যে হাক্কানি গ্রুপ ওই হামলার সঙ্গে জড়িত এবং হাক্কানি গ্রুপের সঙ্গে আইএসআই এর সম্পর্কও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১