ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘আরব বসন্ত এবার ফিলিস্তিনে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
‘আরব বসন্ত এবার ফিলিস্তিনে’

রামাল্লা (ফিলিস্তিন): পশ্চিমাদের আপত্তিকে উপেক্ষা করে জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি পেশ করে বিজয়ীর বেশে রোববার দেশে ফিরেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এদিন পশ্চিম তীরে রামাল্লায় পৌঁছেই শত শত জনতার নায়কোচিত সংবর্ধনা পেয়েছেন তিনি।

এ সময় জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এবার ফিলিস্তিনি বসন্তের’ শুরু হয়েছে। ’

তিনি বলেন, ‘আরব বসন্ত যেমন আরব বিশ্বে পরিবর্তন আনছে, ঠিক তেমনি এখন থেকে ফিলিস্তিনি বসন্ত শুরু হলো। ’

গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন আব্বাস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধীতার মুখে এই প্রথম স্বাধীন রাষ্ট্রের দাবি নিয়ে জাতিসংঘে গেল ফিলিস্তিন।

অধিবেশনে তার দাবির পক্ষে এক জ্বালাময়ী বক্তৃতাও দিয়েছেন আব্বাস।

অনেকে বলছেন, আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গির আব্বাস শুক্রবার জাতিসংঘে বক্তব্য রাখার পরই অন্য মানুষে পরিণত হয়েছেন। দেশে তিনি এখন জাতীয় নায়ক।

৭৬ বছর বয়সী এই ফিলিস্তিনি নেতা রোববার যখন রামাল্লায় পৌঁছেন তখন শত শত মানুষ তাকে স্বাগত জানায়।
জনতার উদ্দেশে হাত নেড়ে নেড়ে জবাব দেন তিনি। এরপর সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।