ওয়াশিংটন: চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট সত্ত্বে ইসরায়েলের জন্য দেওয়া সামরিক সহায়তা কমাবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ ও কংগ্রেস কর্মকর্তারা শুক্রবার এই খবর নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, বাজেট ঘাটতি সত্ত্বেও ইসরায়েলের কাছে বাঙ্কার বিধ্বংসী বোমা বিক্রির অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ ও কংগ্রেসের জ্যেষ্ঠ কর্মকর্তরা অর্থমন্ত্রী ইয়ুভাল স্টাইনিৎসের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার অর্থমন্ত্রী জানিয়েছেন, বিপুল বাজেট ঘাটতি থাকলে ইসরায়েলের সামরিক সহায়তা কমানো কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।
বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি বৈঠকের এক পর্যায়ে এই কথা জানান অর্থমন্ত্রী স্টাইনিৎস।
প্রেসিডেন্ট ওবামা ২০০৯ সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গোপনে বেশ অংকের সহায়তা দিয়েছিলেন- এমন খবর প্রকাশের পর অর্থমন্ত্রীর পক্ষ থেকে এমন ঘোষণা আসল। ওবামার অনুমোদিত ওই সহায়তার মধ্যে আরও ছিল ৫৫টি বাঙ্কার বিধ্বংসী বোমা।
ওই রিপোর্টটিতে আরও বলা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি স্থাপন বন্ধে উদ্যোগ নেওয়াতে যখন ব্যাপক রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন ওবামা, তখনই অস্ত্র বিক্রির ওই গোপন কাজটি হয়।
যুক্তরাষ্ট্রের কাছে বাঙ্কার বিধ্বংসী বোমা চেয়ে ইসরায়েল প্রথম অনুরোধ জানায় ২০০৫ সালে। কিন্তু বুশ প্রশাসন এ ব্যাপারে পরে আবার উৎসাহী হয়ে উঠে।
২০০৭ সালে প্রেসিডেন্ট বুশ তৎকালীন ইসরায়েলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্তকে জানান, বাঙ্কার বিধ্বংসী বোমাগুলো ২০০৯ অথবা ২০১০ সালের মধ্যে সরবরাহ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১