ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালীদের বাড়ি ফিরিয়ে নিচ্ছে আল শাবাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১
সোমালীদের বাড়ি ফিরিয়ে নিচ্ছে আল শাবাব

মোগাদিসু: দুর্ভিক্ষ পীড়িত কয়েক হাজার সোমালীদের বাড়ি ফিরিয়ে নিচ্ছে ইসলামী গ্রুপ আল শাবাব। যদিও সোমলীদের পরিণতি নিয়ে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন দাতা গোষ্ঠি।



এদিকে আল শাবাব বলছে, সামনের বর্ষার মৌসুমকে সামনে রেখে কৃষি কাজের জন্য তারা সোমালীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। যাতে তারা কৃষি ক্ষেত্র তৈরি করতে পারে।
 
আল শাবাবের কর্মকর্তারা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, বিভিন্ন পরিবারকে রেশন দেওয়া হচ্ছে।

যদিও জাতিসংঘ সোমালিয়ার ছয়টি অঞ্চলকে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে।
 
সোমালিয়ার দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকাই আল শাবাব নিয়ন্ত্রন করে থাকে। ইসলামী এই গ্রুপটিকে পশ্চিমা বিশ্ব দুই বছর আগে সন্ত্রাসী কর্মকা-ের দায়ে নিষিদ্ধ ঘোষণা করে।
 
আল শাবাবের দুর্যোগ কমিটির মুখপাত্র সুলদান আলা মুহাম্মদ বলেন, প্রায় ৬৫০০ পরিবার তাদের নিজেদের বসত বাড়িতে ফিরে গেছে। আমরা তাদের জন্য খাবার প্রস্তুত রেখেছি যাতে তারা মাসব্যাপী সমস্যার মধ্যে না পড়ে। আমরা তাদের বীজও দিচ্ছি ফসল বোনার জন্য।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।