নিউইয়র্ক: মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার চার মধ্যস্থতাকারী ২০১২ সালের মধ্যেই ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছানোর সময় সীমা নির্ধারণ করেছে।
শুক্রবার এই চতুষ্টয় এক বিবৃতিতে একথা জানায়।
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার চার মধ্যস্থাতাকারী হলো- যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), রাশিয়া ও জাতিসংঘ।
বিবৃতিতে তারা বলেছে, ২০১২ সালের শেষ নাগাদ একটি চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে কর্মসূচি নির্ধারণের মাধ্যমে নতুন করে আলোচনার শুরুর জন্য এক মাসের মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের বসা উচিত।
তারা বলছে, ‘সীমানা ও নিরাপত্তা ইস্যুতে সমঝোতামূলক একটি প্রস্তাব আমরা আগামী তিন মাসের মধ্যে দেখতে চাই। আর ছয় মাসের মধ্যে দেখতে চাই এর একটা বাস্তব অগ্রগতি। ’
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে জাতিসংঘে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার পর এই চতুষ্টয়ের পক্ষ থেকে এমন বিবৃতি আসল।
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও শুক্রবার আবেদন জমা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পূর্ণ সদস্য পেতে এই প্রস্তাব প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবে। সেখানে পাস হলে সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাস হতে হবে।
কিন্তু যুক্তরাষ্ট্র আগেই সাফ বলে দিয়েছে, নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভেটো দেবে তারা। সে হিসেবে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পাওয়ার সম্ভাবনাই বেশি। যুক্তরাষ্ট্রের যুক্তি, শুধু স্বীকৃতি দিলেই ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান হবে না।
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার ওই চার মধ্যস্থতাকারী অবশ্য অনেক দিন ধরেই ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু ফিলিস্তিনের সাহসী উদ্যোগের পর তাদের এই প্রস্তাব অনেকটা তড়িঘড়িই বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের বিবৃতিটি আসল শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ের প্রধান ক্যাথেরিন অ্যাশটোন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরোভের বৈঠকের পর। বৈঠকে তারা ফিলিস্তিন-ইসরায়েল দুই পক্ষকেই ‘প্ররোচণামূলক’ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইইউ’র আশস্টোন বলেন, ‘আমাদের বিশ্বাস, এ উদ্যোগ একটি ভাল কাঠামো তৈরি করে দেবে। আমাদের আশা দুই পক্ষই এতে ইতিবাচক সাড়া দেবে। ’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সাংবাদিকদের বলেন, ‘এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য আমরা উভয়পক্ষকেই চাপ দেব। ’
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১