ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান গোয়েন্দা সংস্থার কার্যালয়ে বোমা হামলা, নিহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আফগান গোয়েন্দা সংস্থার কার্যালয়ে বোমা হামলা, নিহত ৬ বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

আহত হয়েছেন আরও তিনজন।

তারা দেশটির ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটি (এসডিএস) কার্যালয়ের সামনে টহলরত ছিলেন। এখন পর্যন্ত হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।

এই কার্যালয়কে ঘিরে বহু হুমকি যেমন রয়েছে, তেমনি গত কয়েক মাসে তালেবান জঙ্গিরা হামলা চেষ্টাও চালিয়েছে।

চলতি বছরের মে মাসে দেশটির কূটনৈতিক পাড়ায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়। এ বছরের বড় হামলাগুলোর মধ্যে এটি একটি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।