মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে ভাতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়। পালিয়ে যাওয়া এই পাকিস্তানি জঙ্গির নাম নাভিদ জাট।
ভ্যানটি হাসপাতাল চত্বরের ঢোকার পর নাভিদ পুলিশ টিমের একজনের বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করে হত্যা ও অপর এক পুলিশকে জখম করে পালিয়ে যায়।
হাসপাতালের ভেতরে আগে থেকে ওঁত পেতে থাকা তার সহযোগিরা তার সহায়তায় এগিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই হাসপাতাল ও এর আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। নাভিদের খোঁজে ব্যাপক তল্লাশি চলছে। সে এখনও হাসপাতালের ভেতরে কোথাও লুকিয়ে আছে, নাকি ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পেরেছে তা এখনও স্পষ্ট নয়।
কাশ্মীরে বেশ কয়েকটি দুর্ধর্ষ জঙ্গি হামলায় জড়িত নাভিদকে ২০১৪ সালে গ্রেফতার করে পুলিশ। এর আগে নাভিদ নির্বাচনী দায়িত্বরত একজন শিক্ষককে হত্যা করে। এছাড়া শ্রীনগর থেকে ৩৬ কিলোমিটার দূরের পুলওয়ামার একটি আদালতকক্ষে ঢুকে সে তিন পুলিশ সদস্যকে খুন করে। তারও আগে অন্যত্র আরেক হামলায় সে আরও ৪ পুলিশকে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
জেএম