ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইদলিব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
ইদলিব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা হবে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলের প্রদেশ ইদলিবের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে নিক্কি হ্যালি নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনার কথা জানান।

এসময় তিনি সিরিয়ার সরকারকে রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার জন্য সতর্কও করেন।

এদিকে, মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ও বিদ্রোহীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবের পশ্চিমাঞ্চলে আক্রমণ করেছে রাশিয়া ও সিরিয়ান প্লেন।

এ বিষয়ে সিরিয়ান সরকারের এক মন্ত্রী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ইদলিব পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগেই সমাধান আসতে পারে বলে ধারণা।

নিক্কি হ্যালি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার মিত্রদের উদ্দেশ্য করে বলেন, এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। কিন্তু সিরিয়ার নিয়ন্ত্রণের জন্য যদি তারা ওই অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে চায়, তবে তারা সেটা করতে পারে।

‘কিন্তু রাসায়নিক অস্ত্র দিয়ে তারা এটা করতে পারে না। এছাড়া তারা তাদের জনগণের ওপর হামলার জন্য এটা করতে পারেই না’ যোগ করেন তিনি।

হ্যালি আরও বলেন, তারা যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তবে আমরা এটা নিশ্চিত যে, তাদের ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।