বুধবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে গোহাটির আসওয়াক্লান্ত মন্দির ঘাটের কাছে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। এসময় ওই নৌযানটি বিধ্বস্ত হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এ ঘটনায় এক মেয়েসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপদ সংকুল অবস্থা থেকে ১০ জনকে বের করে আনতে পেরেছে উদ্ধারকারী দল। কিন্তু এখনও ৩০ জন নিখোঁজ রয়েছেন, বলা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, রাজ্য এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার উদ্ধারকারী দল নিখোঁজদের বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এদিকে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
এছাড়া রাজ্যের অতিরিক্ত প্রধান সচিব জিস্নু বারুহা ঘটনাটি কি কারণে ঘটেছে দ্রুত তার সুষ্ঠু অনুসন্ধান করতে নির্দেশনা দিয়েছেন।
আসামের কামরুপ জেলা প্রশাসক কামাল কুমার বৈশ্য বলেন, অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে এ ঘটনা ঘটতে পারে। নৌকাটিতে মাত্র ২২ জন যাত্রী টিকিট পেয়েছিলেন। এছাড়া ১৮টি মোটরসাইকেল তুলে যানটি অত্যধিক বোঝাই করা হয়েছিল বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
টিএ